যেকোনো ক্রয়কৃত পণ্য/সেবা গ্রহনের সময় মূসক-৬.৩ চালান বুঝে নিন। যেকোনো মিষ্টির দোকান/আবাসিক হোটেল (এসি)/রেস্তোরাঁ (এসি)- জাতীয় দোকানের ক্ষেত্রে ১৫% মূসক প্রযোজ্য। মূসক চালান না কাটার/দেয়ার কোনো সুযোগ মূসক আইনে নেই। মূসক -৬.৩ চালান, আপনি চান/না চান বিক্রেতা দিতে বাধ্য।
মূসক-৬.৩ চালান না দিলে ওদের বিলের ছবি তুলে Customs/VAT Authority কে জানান।

Comments
Post a Comment