প্রশ্ন - ABC Enterprise নামক প্রতিষ্ঠান বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানে বালি, মাটি, ইট, কয়লা, পাথর চিপস, রড সিমেন্ট ইত্যাদি সরবরাহ করেন। তিনি কিভাবে বিল সাবমিট করবেন? যেখানে সাপ্লাই দেয়া হয়েছে সেখানে কিভাবে উৎসে কর্তন হবে?
#উত্তর_দিচ্ছেন_জনাব_আতাউর_রহমান_রাজস্ব_কর্মকর্তা_শুল্ক_মূল্যায়ন_ঢাকা।
উত্তর - "উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও অাদায় বিধিমালা, ২০২০" (এস.অার.ও নং- ১৪৯-অাইন/২০২০/১১০- মূসক, তারিখ -১১/০৬/২০২০) এর বিধি ৪(ক) অনুসারে উৎপাদক,
সেবাপ্রদানকারী ও ব্যবসায়ী হিসাবে নিবন্ধিত ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তি যারা অন্য কোনো অামদানিকারক, উৎপাদক, ব্যবসায়ী বা সেবাপ্রদানকারীর নিকট হতে প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত নয় এমন কোনো পণ্য/সেবা ক্রয় বা সংগ্রহ করে উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ করে, তারা যোগানদার হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে একস্থান হতে Procure করে তারপরে অার এক স্থানে Provide করা হয়, তাই এই কাজটিকে বলা হয় Procurement Provider.
ABC Enterprise নামীয় প্রতিষ্ঠান ইট, রড, সিমেন্ট ইত্যাদি তারা নিজেরা উৎপাদন করে না, অর্থাৎ প্রতিষ্ঠানটি উৎপাদনকারী নয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো উৎপাদনকারী বা অামদানিকারক বা অন্য কোনো বিক্রেতার নিকট হতে পণ্যসমূহ ক্রয়/সংগ্রহ করে পণ এর বিনিময়ে বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানে সরবরাহ করে। ABC Enterprise এর কার্যক্রম যোগানদার সেবার (এস০৩৭.০০) অাওতাভুক্ত।
(ক) বালি ও মাটি - H.S.Code -2505.10.00 ভুক্ত 'প্রাকৃতিক বালি' এবং H.S.Code - 2508.40.00 ভুক্ত 'মাটি' {অর্থ অাইন, ২০২০ এর ধারা ৭৯(ক)(ই) বলে নতুনভাবে সন্নিবেশিত } মূসক অাইনের প্রথম তফসিলভুক্ত পণ্য। উৎসে মূসক কর্তন ও অাদায় বিধিমালার বিধি ৫(৪) অনুযায়ী অাইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বিধায় 'বালি' ও 'মাটি' সরবরাহের বিপরীতে উৎসে মূসক কর্তন করতে হবে না।
(খ) ইট, কয়লা, পাথর চিপস, রড, সিমেন্ট ইত্যাদি পণ্য মূসক অব্যাহতিপ্রাপ্ত নয়। উক্ত পণ্যসমূহ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তনকারী সত্তা (সরকারি/অাধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাক, বীমা, এনজিও ................. লিমিটেড কোম্পানি) হলে পরিশোধযোগ্য পণ হতে উৎসে মূসক কর্তন ও অাদায় বিধিমালার বিধি ৩(২) এর টেবিলে বর্ণিত ক্রমিক নং-২১ মোতাবেক যোগানদার সেবা (এস০৩৭.০০) খাতে ৭.৫% হারে উৎসে মূসক কর্তন করবে।
(গ) বিল সাবমিট করার বিষয়টি প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি। ABC Enterprise নামীয় প্রতিষ্ঠানটি যদি অনিবন্ধিত হয় এবং উৎসে কর্তনকারী সত্তা ব্যতীত অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানে সরবরাহ করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব প্যাড/ভাউচার এর মাধ্যমে বিল সাবমিট করবে। তবে, মূসক নিবন্ধিত হলে অবশ্যই কর চালানপত্র (মূসক-৬.৩) জারি করতে হবে। প্রতিটি সরবরাহের বিপরীতে কর চালানপত্র জারি করতে হবে, ইহা অাইনের সাধারণ বিধান।
সতর্কীকরণ- অাইনের ধারা ৪(২)(খ) অনুযায়ী কোনো টেন্ডার, বা চুক্তি বা কার্যাদেশের বিপরীতে সরবরাহের ক্ষেত্রে অাবশ্যিকভাবে ভ্যাট নিবন্ধিত হতে হবে। অাইনের ধারা ৪৯(২) এবং উৎসে মূসক কর্তন ও অাদায় বিধিমালার বিধি ৬(১) অনুসারে সরবরাহকারী নিবন্ধিত না হলে এবং কর চালানপত্র জারি না করলে উৎসে কর্তনকারী সত্তা সরবরাহ গ্রহণ করবে না এবং সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করবে না মর্মে নির্দেশনা রয়েছে। এছাড়া, ধারা ৮৫(১) এর সারণীর দফা (ঞ) মোতাবেক কর চালানপত্র প্রদান করা না হলে ১০,০০০/- টাকা জরিমানার বিধান রয়েছে
বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________ Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx) Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani · 1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... · 1 Ojutangsho = 4.356 Sq. Feet · 1 Shotangsho = 100 Ojutangsho. · 1 Katha = 165.289256198347 Ojutangsho · 1 Acre = 10000 Ojutangsho.

Comments
Post a Comment