- আমার আয় কর সীমার নীচে আমার কি টিআইএন নিতে হবে। উঃ আয় করযোগ্য সীমার নিচে হলে টিআইএন লাগবে না ( যদি কোন দপ্তরে কোন কাজে না লাগে)
- টিআইএন নিয়েছি আমার কি রিটার্ন দিতে হবে? উঃ টিআইএন থাকলে রিটার্ন দিতে হয়, না দিলে অফিস নোটিশ করবে. তবে যদি সে সময়ে রিটার্ন দাখিল না করার যৌক্তিক কারণ দেখাতে পারেন তবে সমস্যা হয় না, অন্যথায় জরিমানা হবে।
- টিআইএন এ বাবার নাম ভুল হয়েছে। উঃ এটা তেমন কোন সমস্যা নয়, অনলাইনে আবেদনের মাধ্যমে এই ভুল সংশোধন করা যায়।
- আমার বর্তমান ঠিকানা ভুল হয়েছে / পরিবর্তন করতে চাই। উঃ অনলাইনে আবেদনের মাধ্যমে এই ভুল সংশোধন করা যায়।
- কত টাকা আয় হলে টি আই এন নিতে হয়। উঃ আয় করযোগ্য সীমা অতিক্রম করলে টিআইএন নিতে হবে, রিটার্ন দাখিল করতে হবে, আয়কর দিতে হবে।
- ১ লক্ষ টাকার সঞ্চয় পত্র কিনলে নাকি টিআইএন নিতে হবে। উঃ হ্যাঁ। তাছাড়াও বেশ কিছু ক্ষেত্রে টিআইএন নেওয়ার কিছু বাধ্যবাধকতা আছে.
- ব্যাংক থেকে টিআইএন চাচ্ছে কিন্তু আমার তো ট্যক্সেবল ইনকাম নাই এখন কি করব। উঃ আয় যাই হোক না কেন কিছু ক্ষেত্রে টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।
- ক্রেডিট কার্ড এর জন্য টি আই এন নিয়ে ছিলাম কিন্তু আমার করযোগ্য আয় নেই। উঃ বিষয়টি সংশ্লিষ্ট আয়কর অফিস কে লিখিতভাবে অভিহিত করতে পারেন, ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য
- আমি সার্কেল চেঞ্জ করতে চাই কিভাবে করব। উঃ অনলাইনে আবেদন করতে হবে এবং লিখিত দরখাস্ত সংশ্লিষ্ট সার্কেলে দিতে হবে।
- আমার প্রতিষ্ঠানে সবার টিআইএন এক সার্কেলে আমার অন্য সার্কেল এ আমার কি করা উচিৎ। উঃ এতে কোন সমস্যা নেই। যেখানে আপনার টিআইএন সেখানে যদি আপনার সুবিধা থাকে তাহলে এটাই বেটার।
- টিআইএন এ সার্কেল কিভাবে নির্ধারিত হয়? (টেকনিক্যাল ★★★) উঃ আপনার আয়ের উৎস এর ঠিকানার ভিত্তিতে সার্কেল নির্ধারিত হয়.
- কোন ঠিকানায় বা টিআইএন করা উচিৎ। উঃ স্থায়ী ঠিকানায় টিআইএন করা উচিত। যেখানে প্রতিবছরই যাওয়া হয় অথবা শেষ বয়সেও যেখানে সেটেল্ড হওয়ার সম্ভাবনা আছে, এতে করে ফাইল ট্রান্সফার এর ঝামেলা পোহাতে হবে না।
- চাকুরি বদলি হলেই কি টিআইএন এ সার্কেল চেঞ্জ করতে হবে? উঃ বাধ্যবাধকতা নাই তবে আপনার প্রয়োজন হলে চেঞ্জ করুন।
- আমার টিআইএন এ সার্কেল ০০ কিন্তু রিটার্ন দিচ্ছি ০০০১ এ। উঃ টিআইএন এ উল্লেখিত সার্কেলে রিটার্ন দাখিল করতে হয়।
- নিজের নাম চেঞ্জ করতে চাই। উঃ এখন পর্যন্ত এটা করার অপশন নাই। আগে জাতীয় পরিচয় পত্র সংশোধন করুন। তারপর লিখিত আবেদন করুন।
- টিআইএন কি ভাবে নিতে হয়? উঃ অনলাইনের মাধ্যমে টিআইএন নিতে হয়।
- কৌতহল বসত টিআইএন রেজিস্ট্রেশন করে ছিলাম বন্ধ করব কিভাবে। উঃ কোন আয় এর উৎস না থাকলে সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে জানাবেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: অতিরিক্ত কৌতুহল ভালো নয় এর জন্য বিড়ম্বনা হইতে পারে।
- টিআইএন বন্ধ করার উপায় কি। উঃ টিআইএন কখনো বন্ধ বা বাতিল করা যায় না, আবেদনের মাধ্যমে নথির কার্যক্রম স্থগিত রাখা যায়।
- বাবা/মা এর মৃত্যুর পর কিভাবে টিআইএন বন্ধ করতে হবে। উঃ টিআইএন কখনো বন্ধ বা বাতিল করা যায় না, আবেদনের মাধ্যমে নথির কার্যক্রম স্থগিত রাখা যায়।
- টিআইএন না নিলে কি হয়।
বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________ Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx) Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani · 1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... · 1 Ojutangsho = 4.356 Sq. Feet · 1 Shotangsho = 100 Ojutangsho. · 1 Katha = 165.289256198347 Ojutangsho · 1 Acre = 10000 Ojutangsho.

Comments
Post a Comment