
জবাব দিচ্ছেনঃ জনাব আতাউর রহমান, রাজস্ব কর্মকর্তা, শুল্ক মূল্যায়ন, ঢাকা।
#প্রশ্নঃ- (ক) কোনো প্রতিষ্ঠান নিজের উৎপাদিত পণ্য বা সেবা কোনো উৎসে কর্তনকারী সত্তার নিকট পণের বিনিময়ে সরবরাহ করলে ভ্যাট এর কত হবে?
উত্তর - (ক) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অাইন, ২০১২ এর ধারা ১৫(৩) অনুযায়ী করযোগ্য সরবরাহের ক্ষেত্রে মূসক হার ১৫%। উক্ত ধারার শর্তাংশ অনুসারে তৃতীয় তফসিলে হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা অাছে। "উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও অাদায় বিধিমালা, ২০২০" এর বিধি ৫(১) অনুসারে ১৫% হারে মূসক অারোপিত রয়েছে এমন কোনো পণ্য উক্ত হার উল্লেখপূর্বক কর চালানপত্রের (মূসক-৬.৩) মাধ্যমে সরবরাহ করা হলে সেক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। উক্ত বিধিমালার বিধি ৩(১) অনুযায়ী তৃতীয় তফসিলে উল্লিখিত ১৫% এর নিম্নে হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট করের বিপরীতে পণ্য সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তনকারী সত্তা সমুদয় মূসক উৎসে কর্তন করবেন।
#এছাড়া উক্ত বিধিমালার বিধি ৩(২) এর টেবিলে বর্ণিত ৪৩টি সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক অাবশ্যিকভাবে নির্ধারিত হার উৎসে মূসক কর্তন করতে হবে।
#প্রশ্নঃ(খ) কিভাবে বুঝব যে প্রতিষ্ঠানটি উৎপাদক/ সেবাপ্রদানকারী/ব্যবসায়ী হিসাব নিবন্ধিত?
উত্তরঃ(খ) প্রতিষ্ঠানের নিবন্ধন সংক্রান্ত দলিলাদি যেমন- মূসক-২.১/মূসক-২.৩ যাচাই/পরীক্ষান্তে নিশ্চিত হওয়া যাবে প্রতিষ্ঠানটি উৎপাদক, সেবাপ্রদানকারী নাকি ব্যবসায়ী হিসাবে নিবন্ধিত। এছাড়া নিবন্ধন নম্বর (BIN) জানা থাকলে সহজেই জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইটে (www.nbr.gov.bd) BIN Search এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি (Major Area of Economic Activity) এবং নিবন্ধন সংক্রান্ত অন্যান্য তথ্য জানা যাবে। মূসক নিবন্ধন সনদপত্রে (মূসক-২.৩) QR Code স্ক্যান করলে নিবন্ধন সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
#প্রশ্নঃ(গ) একটি Software প্রতিষ্ঠান নিজেরা Software উৎপাদন করে টেন্ডার এর মাধ্যমে কার্যাদেশ প্রাপ্ত হয়ে কোনো উৎসে কর্তনকারী সত্তার নিকট Software সরবরাহ করলে উৎসে ভ্যাট কর্তনের হার কত হবে?
উত্তরঃ (গ) প্রজ্ঞাপন এস.অার.ও নং- ১৮৬- অাইন/২০১৯/৪৩-মূসক, তারিখ-১৩/০৬/২০১৯ এর মাধ্যমে করযোগ্য সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপন অনুসারে সফটওয়্যার উৎপাদন কার্যক্রম "তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)" সেবা এর অাওতাভুক্ত, সেবার কোড এস০৯৯.১০। উৎসে মূসক কর্তন ও অাদায় বিধিমালা, ২০২০ এর বিধি ৩(২) এর টেবিল অনুসারে এই সেবার ক্ষেত্রে উৎসে মূসক কর্তনের হার ৫%। যদিও কার্যাদেশের বিপরীতে সফটওয়্যার সরবরাহ করা হবে, তথাপি উক্ত বিধিমালা অনুযায়ী যেই সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সেই সকল সেবা যোগানদার হিসাবে গণ্য হবে না। এই সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তনকারী সত্তাকে ৫% হারে উৎসে মূসক কর্তন করতে হবে।
অনেকক্ষেত্রে সফটওয়্যার সরবরাহ দেয়ার পর ইনস্টলেশন (স্থাপন) করতে হয়। স্থাপনা করার পর টেস্টরান করা হয় যা কমিশনিং বলা হয়। এই কাজ পৃথক একটি সেবা, যা সেবা কোড এস০০৪.০০ এর অাওতায় 'নির্মাণ সংস্থা' এর সংজ্ঞাভুক্ত। কারণ এখানে অবকাঠামো নির্মাণ বা অবকাঠামোর সাথে সংযোগ হচ্ছে। 'নির্মাণ সংস্থা' এর অাওতায় ৭.৫% হারে উৎসে মূসক কর্তন করতে হবে।
অাবার অনেকক্ষেত্রে টেস্টরান বা কমিশনিং এর পর সিস্টেমটি সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব দেয়া হয়। এই সেবাটি সেবা কোড এস০৩১.০০ (পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা) এর অাওতাভুক্ত। এই সেবার বিপরীতে মূসক এর হার ১০%।
Comments
Post a Comment