উত্তর_দিচ্ছেন_জনাব_আতাউর_রহমান_রাজস্ব_কর্মকর্তা_শুল্ক_মূল্যায়ন_ঢাকা
#প্রশ্ন - প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান কি ফরম "মূসক-৪.৩" এ বিভাগীয় দপ্তরে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করবেন? করলে বা না করলে অাইন/বিধিমালার কোন ধারা/বিধিতে তা উল্লেখ অাছে?
#উত্তর - মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অাইন, ২০১২ এর ধারা ৩২ এর উপ-ধারা (৫) এ উল্লেখ রয়েছে যে, নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ - উৎপাদ সহগ (Input - Output Coefficient) দাখিল করতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ২১ অনুযায়ী নিবন্ধিত/তালিকাভুক্ত ব্যক্তির ক্ষেত্রে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম "মূসক-৪.৩" এ বিভাগীয় দপ্তরে উপকরণ-উৎপাদ সহগ দাখিল করতে হবে। তবে, শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরুপ ঘোষণা প্রদান করতে হবে না ।
অাইনের ধারা ২ এর দফা (৬২) অনুযায়ী "প্রচ্ছন্ন রপ্তানি" অর্থ নিম্নবর্ণিত এক বা একাধিক সরবরাহ ;
ক) বাংলাদেশের বাহিরে ভোগের জন্য অভিপ্রেত কোন পণ্য বা সেবা নির্ধারিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ;
খ) কোন অন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের অভ্যন্তরে কোন পণ্য বা সেবার সরবরাহ ;
গ) স্থানীয় ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের অভ্যন্তরে কোন পণ্য বা সেবার সরবরাহ ;
অাইনের ধারা ২ এর দফা (৮২) অনুসারে প্রচ্ছন্ন রপ্তানিও 'রপ্তানি' এর অন্তর্ভুক্ত হবে। সুতরাং বিধি ২১ এর শেষাংশে বর্ণিত নির্দেশনা অনুযায়ী শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে ফরম "মূসক-৪.৩" এ উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা প্রদান করতে হবে না।
উল্লেখ্য, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর অনুচ্ছেদ ৫.১১.১ অনুসারে উৎপাদিত পণ্যের ন্যূনতম ৮০% রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় মোট উৎপাদনের ন্যূনতম ৮০% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বলা হয়। এধরণের শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে বন্ড লাইসেন্স প্রদান করা হয়।
এক্ষেত্রে বলা যায় বন্ড লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানকে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা প্রদান করতে হবে না।
বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________ Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx) Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani · 1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... · 1 Ojutangsho = 4.356 Sq. Feet · 1 Shotangsho = 100 Ojutangsho. · 1 Katha = 165.289256198347 Ojutangsho · 1 Acre = 10000 Ojutangsho.

Comments
Post a Comment