৮০% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কে কি শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বলা যাবে?
আলোচনাঃ Ibrahim Hossain, RO CEVTA, Chottogram
এস,আর,ও নং-৯৯/আইন/৯৬/১৬৬২/শুল্ক,তাং ১৬/৬/১৯৯৬ এ প্রদত্ত রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠানের সংজ্ঞাঃ
সম্পূর্ণ_রপ্তানিমুখী_শিল্প_প্রতিষ্ঠান এমন কোন শিল্প প্রতিষ্ঠান যাহা তৎকর্তৃক প্রস্ততকৃত বা উৎপাদিত সকল পন্য বিদেশে রপ্তানি করে এবং উক্ত পন্যের কোন অংশ দেশের অভ্যন্তরে ব্যবহার বা ভোগের জন্য সরবরাহ করে না।
এস,আর,ও নং-১৮১/আইন/২০০৮/২২০৯/শুল্ক,তাং ২৬/৬/২০০৮ এ প্রদত্ত সরাসরি রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠানের সংজ্ঞাঃ
সরাসরি_রপ্তানিমুখী_শিল্প_প্রতিষ্ঠান এমন কোন শিল্প প্রতিষ্ঠান যাহা তৎকর্তৃক প্রস্ততকৃত বা উৎপাদিত সকল পন্য বিদেশে রপ্তানি করে
অপর দিকে রপ্তানি নীতি ২০১৮ - ২০২১
অনুচ্ছেদ ৫.১১.১ অনুসারে #উৎপাদিত_পণ্যের_ন্যূনতম_৮০% রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে, এবং এগুলো ব্যাংক ঋণসহ অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।
অনুচ্ছেদ ৫.১১.২ অনুসারে উৎপাদিত পণ্যের ন্যূনতম রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠানকে অবশিষ্ট ২০% পন্যের শুল্ককর নিরুপন পদ্ধতি সহজীকরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং শুল্ক ও কর পরিশোধের পর উক্ত ২০% পন্য স্থানীয় বাজারে বাজারজাতকরনের সুযোগ প্রদান করা হবে।
বর্তমানে বিদ্যমান অবস্থায় এস,আর,ও নং-৯৯/আইন/৯৬/১৬৬২/শুল্ক,তাং ১৬/৬/১৯৯৬ খ্রিঃ অনুযায়ী কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় মোট উৎপাদনের ন্যূনতম ৮০% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গন্য করা হয়। কারণ যে সকল শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে বন্ড লাইসেন্স প্রদান করা হয়(প্রচ্ছন্ন রপ্তানিকারক ব্যাতিত) তাদের পূর্ববতী আর্থিক বছরে রপ্তানিকৃত একি পন্যের ২০% পন্য কিছু শর্তপালন সাপেক্ষে বর্নিত প্রজ্ঞাপনের আলোকে স্থানীয় বাজারে বিক্রয়ের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________ Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx) Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani · 1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... · 1 Ojutangsho = 4.356 Sq. Feet · 1 Shotangsho = 100 Ojutangsho. · 1 Katha = 165.289256198347 Ojutangsho · 1 Acre = 10000 Ojutangsho.

Comments
Post a Comment