বাংলাদেশ ব্যাংকে মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র নগদায়ন করতে যা যা লাগবে -
১) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২) আবেদন পত্র।
৩) ভোটার আইডি কার্ড (ফটোকপি)
৪) সঞ্চয়পত্র ক্রয় রশিদ (আসল কপি)
আবেদনপত্র জমা দেওয়ার পরের কর্মদিবসে নির্ধারিত টাকা ই.এফ.টি করা ব্যাংক একাউন্টে চলে যাবে। আংশিক টাকার জন্যও আবেদন করা যাবে। ছবির পিছনে পুরো নাম লিখে দিতে হবে।
নিচে আবেদন পত্রের ফরমেটটি দেওয়া হলো।
তথ্য সংগ্রহ : বাংলাদেশ ব্যাংক, মতিঝিল ঢাকা
তারিখ : ২৮/১০/২০২১ইং
Comments
Post a Comment